কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং নিয়ম - PDF ফাইল

সকল কীবোর্ড শর্টকাট এই আর্টিকেলে আমরা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর ভিত্তিক ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এই কীবোর্ড কমান্ডের মাধ্যমে এম এস ওয়ার্...

কীবোর্ড শর্টকাট কোড

সকল কীবোর্ড শর্টকাট

এই আর্টিকেলে আমরা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর ভিত্তিক ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এই কীবোর্ড কমান্ডের মাধ্যমে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কীবোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোড শর্টকাট সম্পর্কে ভালো করে জানতে পারবেন।

MS Word এর সকল কীবোর্ড শর্টকাট

এমএস ওয়ার্ড কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। অফিস-আদালত সহ ব্যক্তিগত কাজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। তাই এমএস ওয়ার্ড শর্টকাট প্রসেসটি জানা থাকলে কাজ দ্রুতভাবে করা সম্ভব।

এমএস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট
Ctrl+Aএকটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Bসিলেক্ট করা টেক্সটকে Bold করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Cসিলেক্ট করা যে কোন কিছু কপি করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Dফন্ট ডায়লগ বক্স ওপেন বা শো করতে ব্যবহৃত হয়।
Ctrl+Eসিলেক্ট করা টেক্সকে পৃষ্টার মধ্যখানে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Fকোন সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Gনির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Hরিপ্লেস ডায়লগবক্স ওপেন করতে ব্যবহৃত হয়।
Ctrl+Iসিলেক্ট করা টেক্সকে ইটালিক বা বাঁকা করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Jসিলেক্টকৃত টেক্স জাস্টিফাই বা দু’দিক সমান করতে ব্যবহৃত হয়।
Ctrl+Kসিলেক্টকৃত যেকোন কিছুকে লিংক করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Lটেক্স পৃষ্টার/টেক্স বক্সের বাম দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Mডান দিকে ট্যাব দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Nনতুন ডকুমেন্ট ফাইলন খোলা হয়।
Ctrl+Oপুরাতন বা সেভ করা ফাইল বা ডকুমেন্ট ওপেন/খোলার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Pযে কোন কিছু প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Rটেক্স পৃষ্টার/টেক্স বক্সের ডান দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Sনতুন/পুরাতন ফাইল সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
Ctrl+Tবাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো
Ctrl+Uসিলেক্টকৃত টেক্স এর নীচে আন্ডারলাইন করতে ব্যবহার হয়।
Ctrl+Vকপি করা যে কোন কিছু পেস্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Wপ্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত হয়।
Ctrl+Xনির্বাচিত বা সিলেক্টকৃত যে কোন কিছুকে কাট করেতে ব্যবহৃত হয়।
Ctrl+Yপরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo) ব্যবহৃত হয়।
Ctrl+Zপূর্বর্তী কাজ সমূহে যাবার জন্য (Undo) ব্যবহৃত হয়।
এডভান্স এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট
Alt+Ctrl+ Zশেষ চারটি সংশোধনের স্থান খোজা এবং যাওয়া।
Alt + Ctrl + Cকপিরাইট সিম্বল ইনসার্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Alt+Ctrl+Full Stopউপবৃত্ত ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Ctrl+Minus Signড্যাশ ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Ctrl+Rরেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করতে ব্যবহৃত হয়।
Alt+Ctrl+Tট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Shift+Eমেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Alt+Shift+Fএকটি মর্জ ফিল্ড ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Shift+Kমেইল মার্জ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
Alt+Shift+Mমার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Shift+Nডকুমেন্ট মার্জড করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Shift+Rহেডার বা ফুটারের আগের অংশ কপি করা।
Ctrl + 2ডাবল লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
Ctrl + Alt +Vপেস্ট ডায়লাগ বক্স প্রদর্শন করার কাজে ব্যবহার হয়।
Ctrl + Enterপেজ ব্রেক ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl + Hyphenঅপশনাল হাইপেন যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl + Shift + Hyphenনন হাইপেন স্পেস যুক্ত করতে ব্যবহৃত হয়।
Ctrl + Shift + Spacebarনন ব্রেকিং স্পেস যুক্ত করতে ব্যবহৃত হয়।
Ctrl + Shift + Vশুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl + shift+ Enterকলাম ব্রেক যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+0এক লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
Ctrl+1সিঙ্গেল লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
Ctrl+5দেড় লাইন স্পেসিং দিতে ব্যবহৃত হয়।
Ctrl+Backspaceবামদিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করা।
Ctrl+Deleteডানদিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করা।
Ctrl+F9খালি ফিল্ড ইনসার্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Minus Signড্যাশ ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+PageDownপরবর্তী সংশোধনের স্থানে যাওয়া।
Ctrl+PageUpপূর্বের সংশোধনের স্থানে যাওয়া।
Ctrl+Shift+Down Arrowপ্যারাগ্রাফের শেষ অবধি সিলেক্ট করা।
Ctrl+Shift+Endডকুমেন্টের একদম শেষে কার্সর নেওয়া।
Ctrl+Shift+Homeডাকুমেন্টের একদম শুরুতে কার্সর নেওয়া।
Ctrl+Shift+Left Arrowশব্দের শুরু পর‌্যন্ত সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Mবামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Shift+RightArrowশব্দের শেষঅবধি সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Tহ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Up Arrowপ্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করা।
Shift + Down Arrowনিচের একটি লাইন ও সিলেক্ট করা।
Shift + Homeলাইনের শুরুতে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়।
Shift + Right Arrowডানদিক থেকে একটি লেটার নির্বাচন করার জন্য ব্যবহৃত হয়।
Shift +Enterএকটি প্যারাগ্রাফে নতুন লাইন শুরু করা।
Shift +Left Arrowবামদিক থেকে একটি লেটার নির্বাচন করার জন্য ব্যবহৃত হয়।
Shift +Tabটেবিলের পূর্ববর্তী সেলে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Shift +Up Arrowউপরের একটি লাইন ও সিলেক্ট করা।
Shift+Alt+Page Downউপরের সেল থেকে সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
Shift+Alt+Page Upনিচের সেল থেকে সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
Shift+Endলাইনের শেষে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়।
Shift+Page Downস্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে নির্বাচন করা।
Shift+Page Upস্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীন সিলেক্ট করা।
Tabটেবিলের পরবর্তী সেলে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Alt+Ctrl+SSplit the document window
Alt+F4Close any Program
Alt+Shift+DInsert Current Date
Alt+Shift+Down Arrow KeySelected Line Down
Alt+Shift+TInsert Time
Alt+Shift+Up Arrow KeySelected Line Up
Ctrl+F2Print Preview
Ctrl +Subscript H20
Ctrl+[Font Size Decrease
Ctrl+]Font Size Increase
Ctrl++EndGo To End of the File
Ctrl+HomeGo To Starting of the File
Ctrl+Mouse Scroll ButtonZoom in/Zoom Out
Ctrl+Shift +Superscript x2
Ctrl+Shift+CFormat Copy
Ctrl+Shift+D Double Underline
Ctrl+Shift+VFormat Paste
Double ClickTo Select any word
F12Save as
F5Go To
F7Spelling & Grammar Check
Shift+Arrow KeySelect Text
Shift+EndSelect Line From Start To end
Shift+HomeSelect Line from End to Start
Triple ClickTo Select any paragraph
Window Key+MMinimize window

এক্সেল কীবোর্ড শর্টকাট

কম্পিউটারে হিসাব নিকাশ করার কাজে ব্যবহৃত বহুল ব্যবহৃত এবং সহজ সফওয়্যার হচ্ছে এমএস এক্সেল । এই এক্সেলে কাজ করার জন্য যে সকল কীবোর্ড শর্টকাট প্রয়োজন হয় সবগুলো শর্টকাট কমান্ড এখানে তুলে ধরলাম। আশা করছি আপনি উপকৃত হবেন।

এমএস এক্সেল কীবোর্ড শর্টকাট
Ctrl+Tএকই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহৃত হয়।
Ctrl+Nআলাদা উইন্ডো খুলতে ব্যবহৃত হয়।
Ctrl+Lসক্রিয় ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে ব্যবহৃত হয়।
Ctrl+Wচলমান উইন্ডোটি বন্ধ্ করতে ব্যবহৃত হয়।
Ctrl+Cকোন কিছু কপি করতে ব্যবহৃত হয়।
Ctrl+Xকিছু কাট করতে ব্যবহৃত হয়।
Ctrl+Vকপি বা কাট করা বিষয়বস্তু পেস্ট করতে ব্যবহৃত হয়।
Ctrl+Zসর্বশেষ পরিবর্তনটি ফেরত আনতে ব্যবহৃত হয়।
Ctrl+Aডকুমেন্টের সকল কিছু সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
Ctrl+Sফাইলটি সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
Arrow Keyডানে, বামে, উপরে এবং নিচে কার্সর নেওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Arrowডানে, বামে, উপরে ও নিচে লেখার শেষে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Homeফিল্ড বা লেখার প্রথমে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Endফিল্ড বা লেখার শেষে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Page Upআগের ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Downপরবর্তী ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up ‍ুডকুমেন্টের প্রথম কলামে কার্সর নেওয়া।
Atl+Page Downডকুমেন্টের শেষ কলামে কার্সর নেওয়া।
Atl+Enter ‍ুকার্সর রেখে দুই কিক্লের মাধ্যমে পরবর্তী লাইন তৈরি করা।
Shift+TABপেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যেতে ব্যবহৃত হয়।
Ctrl+1ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা যায়।
Ctrl+2ফন্ট বোল্ড করা যায়।
Ctrl+3লেখাকে ইটালিক করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+4লেখা আন্ডারলাইন করা হয়।
Ctrl+5লেখার মধ্যখান বরাবর কাটা দাগ দেওয়া হয়।
Ctrl+7স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+9কার্সর যে ফিল্ডে রয়েছে তা মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+0কলাম ডিলিট করতে ব্যবহৃত হয়।
Atl+F1ওয়ার্কশিটের সাথে চার্টশিট যু্ক্ত করা।
Atl+F2সেভ এজ করা হয়।
Ctrl+F3ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4ফাইল বন্ধ করা।
Ctrl+F5ফাইল নামসহ আলাদা উইন্ডো তৈরি করা।
Ctrl+F8ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স ওপেন করা।
Ctrl+F9ফাইল মিনিমাইজের কাজে ব্যবহৃত হয়।
Ctrl+F10ফাইল নামসহ আলদা উইন্ডো তৈরি করা।
Ctrl+F11ওয়ার্কশিটের সাথে ম্যাক্রো শিট এড করা।
Ctrl+F12ওপেন ডায়লগ বক্স।
Ctrl+Fডকুমেন্টে কিছু খুঁজতে ব্যবহৃত হয়।

ব্রাউজার সকল কীবোর্ড শর্টকাট

ইন্টারনেট ব্যবহারকারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার ব্রাউজার। ব্রাউজারে কীবোর্ড কমান্ড জানা থাকলে মাউস ছাড়া অতি সহজে এবং কম সময় ব্যয় করে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো। তাই আজকে ইন্টারনেট ব্রাউজারের সকল কীবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করবো।

Browser Keyboard Shortcuts
Ctrl+Dওয়েবসাইটকে বুকমার্ক করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Jব্রাউজারের ডাউনলোড ফাইলগুলো দেখতে ব্যবহৃত হয়।
Ctrl+Nব্রাউজারে নতুন আরেটি খোলা।
Ctrl+Pযেকোনো ওয়েবসাইটের পেইজ প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Tনতুন ট্যাব ওপেন করতে ব্যবহৃত হয়।
Ctrl+Wওপেনকৃত ট্যাব বন্ধ করার জন্য ব্যবহৃত হয়।
F5পেজ রিলোড করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Bবুকমার্ক করা সাইট গুলো ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Tabওপেন করা এক ট্যাব থেকে অন্য দ্রুত যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Tবন্ধ করা ট্যাব আবার পেতে হলে ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Deleteব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য ব্যবহৃত হয়।
Alt+Left arrowআবার পিছনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Right arrowআগে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
ESCপেজ লোড হওয়ার পর লোডিং টা বন্ধ করার কাজে ব্যবহৃত হয়।

Facebook Keyboard Shortcut

ফেসবুক হচ্ছে সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। অত্যন্ত দুঃখের বিষয় আমরা অনেকেই এই ফেসবুকের কী বোর্ড কমান্ড জানি না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকের যতসব কীবোর্ড শর্টকাট সম্পর্কে। আশা করছি এই কমান্ডগুলো আপনার উপকারে আসবে।

ফেসবুক কীবোর্ড শর্টকাট
J and Kনিউজ ফিডের উপরে থেকে নিচে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।
Pনতুন পোস্ট লেখা/ স্ট্যাটাস লেখা হয়।
Lলাইক এবং আনলাইক নির্বাচন করে দেওয়া হয়।
Cকমেন্ট বক্স চালু করা হয়।
Sশেয়ার করার জন্য ব্যবহৃত হয়।
/কোন কিছু সার্চ করা হয়।
Qচ্যাট সার্চ করা হয়।
?কীবোর্ড শর্টকাট তালিকা দেখতে ব্যবহৃত হয়।
5নটিফিকেশন যাচাই করা হয়।
2টাইমলাইনে যাওয়া হয়।
3ফ্রেন্ড লিস্ট বের করার কাজে ব্যবহৃত হয়।

Windows Keyboard Shortcuts

একটি কম্পিউটারকে দ্রুত পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ কীবোর্ড কমান্ড (keyboard shortcuts) জেনে রাখা অতীব জরুরী। যেমন কম্পিউটার দ্রুত অফ করা, যেকোন প্রোগ্রাম ওপেন করা, বন্ধ করাসহ যে কোন ধরনের পরিচালনা ক্ষেত্রে উইন্ডোজ কীবোর্ড শর্টকাট অতি গুরুত্বপূর্ণ। তাই কিছু গুরুত্বপূর্ণ উইন্ডোজ কীবোর্ড শর্টকাট তুলে ধরলাম।

উইন্ডোজ কীবোর্ড শর্টকাট
Win+Dউইন্ডোজে ওপেন থাকা প্রোগ্রাম শো/ হাইড করতে ব্যবহৃত হয়।
Win+Eফাইল এক্সপ্লোরার খোলা হয়।
Win+Rরান প্রোগ্রাম ওপন করার কাজে ব্যবহৃত হয়।
Win+Mসকল প্রকার ফাইল মিনিমাইজ করার কাজে ব্যবহৃত হয়।
Win+Tabটাস্ক ভিউ ওপেন করা হয়।
Win+Up Arrow Keyখোলা ফাইল মেক্সিমাইজ করার কাজে ব্যবহৃত হয়।
Win+Break Keyসিস্টেম প্রোপারটিজ ডায়লগ বক্স ওপেন করা হয়।
Alt+Tabওপেনকৃত প্রোগ্রাম বাছাই করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Shift+Escটাস্ট ম্যানেজার ওপেন করা হয়।
Ctrl+Escস্টার্ট মেনু ওপেন করা হয়।
Alt+F4চালু প্রোগ্রাম বন্ধ করার কাজে ব্যবহৃত হয়।
আরো পড়ুন: বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম  
PDF ফাইল

মূলকথা ***

আমরা আশা করি আপনার কে কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং নিয়ম নতুন সর্ম্পকে কিছুটা হলেও সহযোগিতা করবে।  আমাদের সংরহে বা লিখনির মধ্যে কোন প্রকার ভুল চোখে পড়লে আমাদের জানালে আরা সংশোধন করে নিতে পারব সহজেই।

এতে আমাদের ও অন্যান্য পাঠকদের উপকার হবে। আপনার কাছে আমাদের তথ্য টি প্রয়োজনীয় মনে হলে নিজের ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারেন। ফলে প্রয়োজনের সময় খুব সহজেই খুজে পাবেন। ধন্যবাদ

COMMENTS

Name

Airtel Offer,4,App Review,1,Bangla Story,8,Banglalink Offer,2,Blogger,7,Computer,17,Earning Tips,2,Education,36,Entertainment,4,Entire Bangladesh,3,Feature,15,Freelancing,4,Grameenphone Offer,7,Health Tips,11,Internet Tips,8,Islamic,32,Job Circular,2,Journalism,38,Land Infarmation,4,LifeStyle,22,Love Story,4,Mobile Phone,13,Mobile phone Price,7,Movie Review,2,Pc Motherboard Price,3,Pc Tips and trick,5,Pictures,5,Poems,13,Price,6,Robi Offer,3,Science & Technology,11,Sim Offer,10,Softwer Downlode,4,Teletalk Offer,1,Tips and trick,6,Traveling,1,Videos,1,Web Design and Development,18,Wordpress,8,Wordpress Theme,2,
ltr
item
ইচ্ছাব্লগ.কম: কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং নিয়ম - PDF ফাইল
কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং নিয়ম - PDF ফাইল
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiOmk9ow-rBY8dfHAKP0wjOCSadpq0UxCYEo45faCeoStJIMsNbEyM8l_3dxKVuP1AwL_QMGG8C_kP9JFBDCAM9Sti2ONaloFvFNBcKzEclNPPmxvVWXxzfe4qxOoJv7hYidWwD29fQk_h-yLAKiCM-iiO5rsYKTrRBky7zclQ8jIZk4nvUvNfAINp1Zw=w320-h177
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiOmk9ow-rBY8dfHAKP0wjOCSadpq0UxCYEo45faCeoStJIMsNbEyM8l_3dxKVuP1AwL_QMGG8C_kP9JFBDCAM9Sti2ONaloFvFNBcKzEclNPPmxvVWXxzfe4qxOoJv7hYidWwD29fQk_h-yLAKiCM-iiO5rsYKTrRBky7zclQ8jIZk4nvUvNfAINp1Zw=s72-w320-c-h177
ইচ্ছাব্লগ.কম
https://www.icchablog.com/2021/12/pdf.html
https://www.icchablog.com/
https://www.icchablog.com/
https://www.icchablog.com/2021/12/pdf.html
true
7858640433134637496
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content