ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি!

ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি! Ten best ghost movies, horor movi, soytaner sinema

ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি!

এই লিস্টের সেরা ১০ টি ভূতের ছবি দেখলে নিঃসন্দেহে আপনার আত্মাকে কাপিয়ে দিবে। এই মুভিগুলো একা দেখলে আপনার হাড় হিম হয়ে যাবে। এই দশটি হাড় হিম করা মুভি যা কখনোই আপনার একা দেখা উচিত নয়। আমরা রেখেছি এমনসব মুভি, যদি দেখতে চান তাহলে অবশ্যই নিজের ঝুকিতে দেখবেন। কারণ মুভিগুলো রাতের বেলা দেখলে আপনার ঘুম হারাম হয়ে যাবে।
ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি!

ভূতের ছবি দেখতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। বাংলা ভাষাতে খুব একটা ভূতের ছবি নেই বললেই চলে। সে জন্য ভূতের ছবি দেখতে আনন্দ নেওয়ার জন্য আমাদেরকে হলিউড ও বলিউড এর ছবি দেখতে হয়। আবার ভূতের ছবি দেখতে গেলে কোন মুভি দেখবে সেটা বাছাই করা অসম্ভব হয়ে পড়ে। এত ছবির মধ্য থেকে কোনটা দেখব? এই প্রশ্ন মনে জাগতেই পারে। তাই আপনাদের জন্য সর্বকালের সেরা ১০ টি ভূতের ছবি নিয়ে আজকের আয়োজন। 

জনপ্রিয় ১০ টি ভূতের মুভি

আজ আমরা সর্বকালের সেরা ১০ টি ভূতের সিনেমার মধ্যে হলিউড, বলিউড, তামিল ও চায়না মুভি সহ আরো বিভিন্ন জনপ্রিয় সিনেমার সমন্বয়ে সেরা ভূতের ছবি বাছাই করেছি। আশাকরি মুভিগুলো দেখলে আপনি হতাশ হবেন না। পোস্টের মধ্যে সিনেমার কাহিনী বর্ণনা করার পাশাপাশি মুভিগুলো অনলাইন থেকে দেখার ও ডাউনলোড করার লিংক শেয়ার করে দেব।

১০। দ্যা স্ট্রেঞ্জার - The Strangers

দ্যা স্ট্রেঞ্জার - The Strangers
হরর মুভি তখনই জমে যখন মুখোশধারী কোন অশরীরি কিছুর প্রবেশ ঘটে। আর এই মুখোশধারী প্রবেশ যেনতেনভাবে নয়, রীতিমতো ধারালো অস্ত্র হাতে। ভালোবাসা আর অশরিরীয় মুখোশধারীর অসাধারণ মেলবন্ধন হয়েছে মুভিটিতে। হাড় হিম করা সাউন্ড ইফেক্ট আর রহস্য নিয়ে গেছে এই মুভিকে অন্য এক মাত্রায়। হঠ্যাৎ চমকে উঠতে যারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ এই মুভিটি।  আমি একেবারে নিশ্চিত এই মুভিটা একা দেখতে গেলে কয়েকবার হলেও আপনাকে জানালার দিকে তাকাতেই হবে।

৯। দ্যা কনজিউরিং - The Conjuring

দ্যা কনজিউরিং - The Conjuring
কখন বুঝবেন যে আপনার বাসায় অশরীরী আত্মা ভর করেছে? যখন দেখবেন আপনার প্রিয় কুকুরটির লনের পাশে মরে পড়ে আছে আর বাসার সবাই অস্বাভাবিক আচরণ করছে। এমন এক  পটভূমির উপর নির্মিত এই মুভিটি একেবারে গায়ে কাঁটা দেয়ার মতন। একদম এক্সোরিজম, ভয়াবহ সাউন্ড ইফেক্ট ও আলোর ব্যবহার কি নেই মুভিটিতে। জেমস জন এর মুভি মানেই একের পর এক চমক। আপনি এই মুভিটির প্রথমবার এবং একা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ছিটকে উঠতে বাধ্য হতে হবে।

৮। প্যারানরমাল একটিভিটি - Paranormal Activity

প্যারানরমাল একটিভিটি - Paranormal Activity
এই মুভিটি যারা থিয়েটার দেখে ছিলেন তাদের অনেকেই নাকি প্যান্ট ভিজিয়ে ফেলেছিলেন মুভির হাড় হিম করা সাউন্ড ইফেক্ট এর ফলে। অনেকে নাকি পুরো মুভিটি দেখার সাহস পর্যন্ত হয়নি। মুভিটির কাহিনী সূত্র কিছুটা এমন, কেট এবং মাইক তাদের নতুন কেনা বাড়িতে হঠাৎ কিছু অস্বাভাবিক ঘটনার অনুভব করতে পারে। তাদের সারা বাড়িতে সেট করে রাখা ক্যামেরায় উঠে আসে একের পর এক ভয়াবহ সব ভুতুড়ে ব্যাপার-স্যাপার। একদিন তার ঘুমন্ত স্বামীর দিকে টানা ২ ঘন্টা তাকিয়ে থাকে এবং তার কিছুক্ষণ পরে হঠাৎ এক হ্যাঁচকা টানে মাইককে নিয়ে উধাও হয়ে যায় কোন এক অশরীরী আত্মা। 


৭। এলিয়েন - Alien 1979

এলিয়েন - Alien 1979
হরর সাইন্স ফিকশন মুভি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন। রেলি স্কর্ট এর এলিয়েন মুভিটি এই ক্যাটাগরির মুকুট পরে বসে আছে। অদ্ভুত এক অভিযান শেষে স্পেসক্রুরা বাড়ি ফেরার পথে শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। আপনি ভাবছেন সাইন্স ফিকশন মুভিতে আবার ভয়ের কি আছে? মুভিতে যখন সাত ফুট সাইজের দানব সদৃশ্য এলিয়েনের প্রভাব পড়বে তখনই টের পাবেন ভয় কাকে বলে।

৬। ফ্যানি গেম - Funny Games 1997 and 2007

ফ্যানি গেম - Funny Games 1997 and 2007
অস্ট্রিয়ার এক ধনাঢ্য পরিবারের বেড়াতে যাওয়া নিয়ে এই ঘটনা। শুরুর ঘটনাগুলো একদম স্বাভাবিকভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুই অনাহুত অতিথির আগমন ঘটে। তারপর শুরু হতে থাকবে মুভির একের পর এক টুইস্ট। আগন্তুকরা পরিবারের সদস্যদের জীবন-মৃত্যুর খেলা খেলতে বাধ্য করবে। বলা হয় এই মুভিটি নাকি ব্রেইনের উপর প্রচুর চাপ ফেলে। তাই দুর্বল চিত্তের মুভি থেকে দূরে থাকবেন।

৫। রেক - Rec 2007

রেক - Rec 2007
এই মুভিটি ২০০৭ সালে রিলিজ পেয়েছিল এবং রিলিজ হওযার পরে সব হরর মুভি ফ্যানদের কাঁপিয়ে দিয়েছিল। কতিত নাইট শিফট করা এক টিভি রিপোর্টার এর ধারণ করা ফুটেজ থেকেই এই মুভিটি তৈরি করা হয়েছে। স্প্যানিশ মুভিটা নাকি এতটাই রিয়েলিস্টিক লাগে যে, অধিকাংশ দর্শকরাই দেখে সত্যিকারে ফুটেজ বলে মনে করে। এটি এই লিস্টের সবচাইতে ভয়ানক মুভি।


৪। দ্যা গ্রোজ - The Grudge 2004

দ্যা গ্রোজ - The Grudge 2004
২০০২ সালের জাপানি ছবি জিও এন্ড উপর ভিত্তি করে এই মুভি তৈরী করা হয়েছে। এই মুভির পরিচালক ক্ষণিকের জন্য হলেও আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে যে, অতিকষ্টে যারা মারা যায় তারা দুনিয়া থেকে একেবারে বিদায় নেয় না। একের পর এক দুর্ঘটনা আপনার দম নেওয়ার সময় দিবে না এই মুভিটি। এই মুভির কনসেপ্ট খুব সাধারণ হলেও মুভির গ্রাফিক্স ও ভিজুয়্যাল মুভিটিকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। যদি পারেন তো মুভিটি টাকা দেখার সাহস করে দেখুন।

৩। দ্যা রিং - The Ring 2002

দ্যা রিং - The Ring 2002
১৯৯৮ সালের জাপানিজ মুভি থেকে রিমেক করা মুভিটি বারবার দেখার পরও এখনো গলা শুকায় অধিকাংশ হরর মুভি লাভারদের। রহস্যময় এক ভিডিও টেপ দেখে মৃত্যুর মুখে পড়া পুনরাবৃত্তি ঘটনাকে ভাঙ্গতে চায় এক রক্ষণশীল মা।  একেতো জাপানি মুভির রিমেক তার উপরে ভেরবিনিস্কের মত ডিরেক্টরের মুভি। এই মুভিটি না দেখে থাকলে আপনি এখন চরম মুভি মিস করছেন।

২। দ্যা ব্লেয়ার উইচ প্রজেক্ট - The Blair Witch Project

দ্যা ব্লেয়ার উইচ প্রজেক্ট - The Blair Witch Project
কম বাজেটের সবচেয়ে ব্যবসা সফল মুভির অন্যতম এটি। দ্যা ব্লেয়ার উইচ এর মত জনপ্রিয়তা আর রহস্য যারা দেখেননি তাদের জন্য এই মুভিটি। মুভির নির্মাতা ছবিটি এমনভাবে উপস্থাপন করেছিলেন যে, রিলিজের সময় সবাইকে ভাবতে বাধ্য করেছিল যে এটি একটি অরিজিনাল ভিডিও ফুটেজ। ডকুমেন্টারি মুভিটির হৃদয়বিদারক সমাপ্তি আপনাকে ভাবাতে বাধ্য করবে যে জাদু বিদ্যার দুনিয়ায় সব কিছুই সম্ভব। 

১। দ্যা এক্সোরসিস্ট - The Exorcist 1973

দ্যা এক্সোরসিস্ট - The Exorcist 1973
অভীজ্ঞ ডিরেক্টর ও লিজেন্ডারি একক্টর “চেক” কলিজা কাপানো ভয়াবহ সিন এর সমন্বয়ে এই মুভিটি তৈরি করেছেন। প্রাচীনতম ধর্মের উৎস এবং প্রত্নতাত্ত্বিকের খোঁজ করতে গিয়ে বেরিয়ে যায় কেঁচো খুঁড়তে কেউটে হাড় কাঁপানো এক অশরীরী আত্মা ভর করে এক কিশোরীর শরীরে। দুই জন খ্রিস্টান পাদ্রির ভূতকে ছাড়াতে হয়ে যায় দফারফা অবস্থা। অসাধারণ সাউন্ড ইফেক্ট আর ভয়াবহ পরিবেশ সেই ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত মানুষকে জম বয় দেখিয়ে আসছে এই নাছড়বান্দ মুভিটি।

শেষ কথা

এই লিস্টের কোন মুভিগুলো আপনি দেখেছেন এবং আপনার অনুভূতি কেমন ছিলো মুভি দেখার পর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কোন প্রিয় হরর মুভি আমাদের লিস্ট থেকে বাদ পড়েছে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। 

COMMENTS

Name

Airtel Offer,4,App Review,1,Bangla Story,8,Banglalink Offer,2,Blogger,7,Computer,17,Earning Tips,2,Education,36,Entertainment,4,Entire Bangladesh,3,Feature,15,Freelancing,4,Grameenphone Offer,7,Health Tips,11,Internet Tips,8,Islamic,32,Job Circular,2,Journalism,38,Land Infarmation,4,LifeStyle,22,Love Story,4,Mobile Phone,13,Mobile phone Price,7,Movie Review,2,Pc Motherboard Price,3,Pc Tips and trick,5,Pictures,5,Poems,13,Price,6,Robi Offer,3,Science & Technology,11,Sim Offer,10,Softwer Downlode,4,Teletalk Offer,1,Tips and trick,6,Traveling,1,Videos,1,Web Design and Development,18,Wordpress,8,Wordpress Theme,2,
ltr
item
ইচ্ছাব্লগ.কম: ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি!
ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি!
ভূতের ছবি: হাড় হিম করা সেরা ১০ টি ভূতের মুভি! Ten best ghost movies, horor movi, soytaner sinema
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiljEPFL3-0SiUp3pcTeAiRuynj_zc95VV-R9uuuNA6PfTjqHxZwSQwmm6dydygWH2_vHG6nFBgv0qfMxbgequ4Z1RU6FeRoAH8uyap8bKLKXmZ6VD62PBftUlzIFWl4QvWJ1wXnQT8bZA/w640-h282/best-horror-movies.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiljEPFL3-0SiUp3pcTeAiRuynj_zc95VV-R9uuuNA6PfTjqHxZwSQwmm6dydygWH2_vHG6nFBgv0qfMxbgequ4Z1RU6FeRoAH8uyap8bKLKXmZ6VD62PBftUlzIFWl4QvWJ1wXnQT8bZA/s72-w640-c-h282/best-horror-movies.jpg
ইচ্ছাব্লগ.কম
https://www.icchablog.com/2021/10/blog-post.html
https://www.icchablog.com/
https://www.icchablog.com/
https://www.icchablog.com/2021/10/blog-post.html
true
7858640433134637496
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content