কম বাজেটের মধ্যে সেরা পাঁচটি মোবাইল সেট।

 ★ মোবাইল ফোন কেনার আগে সবার প্রথমেই ‍আপনাকে দেখতে হবে আপনার বাজেট । কারণ আপনার বাজেট যত সেই অনুযায়ী আপনি ভালো। মোবাইল বাছাই করতে পারবেন। ত...


 ★ মোবাইল ফোন কেনার আগে সবার প্রথমেই ‍আপনাকে দেখতে হবে আপনার বাজেট । কারণ আপনার বাজেট যত সেই অনুযায়ী আপনি ভালো। মোবাইল বাছাই করতে পারবেন। তবে একটি টিপস হলো একটু সময় নিয়ে হলেও বাজেটটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। 

তাহলে আপনার পছন্দের যে কোন ফোনই আপনি নিতে পারবেন। আর একটি কথা না বল্লেই নয় বাজেট ছাড়াও কিছু সটকাট টেকনিক আছে যা দেখে মোবাইল ক্রয় করা ভালো। যেমন দেখতে হবে RAM, প্রফেসসর, Netspeed, mobile data ইত্যাদি। 

বর্তমানে বিভিন্ন কম্পানির বিভিন্ন বাহারী ডিজাইনের মোবাইল বের হয়েছে। তাই আপনার ফোনটি কেনার আগে অবশ্যই একটা ভালো আউটলুক দেখে কিনুন। কারণ মোবাইলের পারফর্রমেন্স যতই ভালো হোক, আউটলুক ভালো না হলে আপনার কাছে সেটা মোটেও ভালো লাগবে না। তাই বাজেট কম এর মধ্যে আমরা সেরা ৫ টি মোবাইল বাছাই করেছি।
যার গুণগত মান উন্নত & ভাল এই ফুন গুলো সম্পর্কে যেনে নেওয়া যাক....

১★Realme C2s 


Realme C2s একাধিক আকর্ষণীয় ফিচার হাতের মুঠোয় পেতে গুণতে হবে। কম দামের বিতরে একটি ভালো মানের ফুন আপনার হাতের মুঠে এক নজরে দেখে নেওয়া যাক Realme C2s

i. ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের ট্রেন্ড বজায় রেখে এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।

ii. ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Realme C2s। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

iii. এই ফোনে থাকছে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমে আর MediaTek Helio P22 চিপসেট।

iv. ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই সেলফি ক্যামেরা কাজে লাগিয়েই কাজ করবে ফোনের ‘ফেস আনলক’ ফিচার।

v. এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, 2.4 Wi-Fi, Bluetooth v4.2, GPS আর একটি Micro USB port।

vi. বাংলাদেশে Realme C2s-এর দাম মাত্র ৪৯৯০ টাকা।


২★ Symphony  z12


 
  1. ২য় তে যে তালিকায় রেখেছি Symphony  z12
সর্বপুরি ভালোমানের &  মানসম্মত কম বাজেট এর  মধ্যে এই  ফুন সম্মপকে বিস্তারিত যেনে নেই। আসা করি কম বাজেট এর মধ্যেভালো লাগবে  দেখে নেন..


1.নেটওয়ার্ক 

টেকনোলজি ২ জিবি / ৩ জিবি / ৪জিবি / এলটিই ২ জিবি ব্যান্ড জিএসএম ৪৫০/৯০০/১৮০০/১৯০০
সিম ১ এবং সিম ২, ৩ জিবি ব্যান্ডএইচএসডিপিএ ৮৫০/৯০০/১৯০০/২১০০

৪ জিবি ব্যান্ডগুলি LTESpeedHSPA +


2. বডি।

মাত্রা ১৫৭ x ৭৩.৮x ৯.৮৫ মিমি ওয়েট ১৭৬ গ্রাম এসআইএমডি দ্বৈত সিম (ন্যানো-সিম, দ্বৈত স্ট্যান্ড বাই)

3. প্রদর্শন।

টাইপআইপস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬.৭M রঙ সাইজ ৬.০৯ ইঞ্চি রেজোলিউশন ৭২০ এক্স ১৪৪০ পিক্সেল, ১৮: ৯ অনুপাত (~ ২৮২ পিপিআই ঘনত্ব) মাল্টিটোচ

4. মাচা।

ওএসআন্ড্রয়েড ৯.০ (পাই) চিপসেটকোর্টেক্স-এ ৫৩
সিপিইউক্যটা-কোর 1.6GHzGPUIMG8322

5. স্মৃতি

কার্ড স্লটমাইক্রোএসডি, ৮ জিবি আই আন্তঃআনি ১৬ জিবিআরএএম ২ জিবি পর্যন্ত

6. ক্যামেরা

প্রাথমিক ক্যামেরা ১৩ এমপি
২ এমপি
মাধ্যমিক ক্যামেরা ৮ এমপি মো
বৈশিষ্ট্যএআই, প্রতিকৃতি, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপস, এইচডিআর, অটো এইচডিআর, হাসি শাটার, কিউআর কোড, মিরর রিফ্লেকশনভিডিও ১০৮০ পি @ ৩০ fps

7.সাউন্ড।

সতর্কতার ধরণগুলি কম্পন, এমপি ৩, রিংটোনস লাউডস্পিকারওয়্যার ৩.৫ মিমি জ্যাকইস es

8. কানেক্টিভিটি।

WLANWi-Fi ৮০২.১১ বি / জি / এন, ওয়াই-ফাই ডাইরেক্ট, হটস্পট
এ-জিপিএসএনএফসিএফএম রেডিও ইউএসবিমিকোইউএসবি ২.০, ব্লুটুথ ৪.২, এ ২ ডিপি, এলইজিপিএসস, ইউএসবি অন-দ্য-গোআইফ্রেড পোর্ট

9 . বৈশিষ্ট্য।

সেন্সরফিংগারপ্রিন্ট (রিয়ার-মাউন্ট করা), অ্যাকসিলোমিটার, প্রক্সিমিটি ম্যাসেজিং এসএমএস (থ্রেডেড ভিউ), এমএমএস, ইমেল, আইএম ব্রাউজারএইচটিএমএল ৫ জাভা

10. ব্যাটারি।

ব্যাটারির ধরণ অপসারণযোগ্য লি-পোবারি ব্যাটারি ক্ষমতা ৩৫০০ এমএএচ স্ট্যান্ড-বাই ৩০০ ঘন্টা আড্ডার সময় ১৪ ঘন্টা।


৩★Nokia 1plus

Nokia 1plus 

স্মার্টফোনপ্রাইস মাত্র ৭৯৯০ টাকা (প্রায়)

  • Network

নেটওয়ার্ক টাইপজি এসএম / এইচএসপিএ / এলটিএনটওয়ার্ক ২ জিজিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০

সিমকার্ড ১ এবং সিম ২ নেট নেটওয়ার্ক ৩ জি এইচ এসডিপি এ ৮৫০/৯০০/১৯০০/২১০০ নেট ওয়ার্ক ৪ জিবি এলটি এসপি এইচ এসপি এ ৪২.২ / ৫.৭৬ এমবিপি এস, এলটিই ক্যাট ৪ ১৫০/৫০ এমবিপি এস জিপি এসএসইজে ডিজি

  • Body 

বডির পরিমাপ ১৩৩.৬ x ৬৭.৮x ৯.৫ মিমি (৫.২৬ x ২.৬৭ x ০.৩৭ ইন) বডি ওয়েট-বিল্ডপ্লাস্টিক ব্যাক নেটওয়ার্ক সিমডুয়াল সিম (মাইক্রো সিম / ন্যানো-সিম, দ্বৈত স্ট্যান্ড বাই)
  • Display 
প্রকারের টাইপপস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ এম রঙস ডিসপ্লে সাইজ ৪.৫ ইঞ্চি, ৫৫.৮ সেন্টিমিটার ২ (~ ৬১.৬ % স্ক্রিন-টু-বডি রেশিও) প্রদর্শন রেজোলিউশন ৪৮০ x ৮৫৪ পিক্সেল, ১৬:৯ অনুপাতডিলিপ মাল্টিটিচইস ডিসপ্লে ঘনত্ব ২১৮ পিপিআই ঘনত্ব।
  • Platform
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ৮.১ (গো সংস্করণ) ওএস সংস্করণ ওরিওসিপিউকিউড-কোর ১.১ গিগাহার্টজ কর্টেক্স-এ ৫৩ জিপিউকিউড-কোর ১.১ গিগাহার্টজ কর্টেক্স-এ ৫৩ শিপসেটমেডিটেক এমটি ৬৭৩৭ এম

  • মেমোরি
মেমোরি ইন্টারনাল ৮ জিবি মেমরি এক্সটার্নাল মাইক্রোএসডি, ১২৮ গিগাবাইট পর্যন্ত (সিম ২ স্লট ব্যবহার করে) রাম ১ জিবি র‌্যাম
  • Camera
প্রাথমিক ক্যামেরা ৫ এমপি, এলইডি ফ্ল্যাশসেকেন্ডারি ক্যামেরা ২ এমপি ক্যামেরা বৈশিষ্ট্য জিও-ট্যাগিংভিডিও ৪৮০ পি
  • সাউন্ড
অডিওভাইব্রেশন, এমপি ৩ ডাব্লুএইভি, রিংটোনস লাউডস্পিকারওয়্যার ৩.৩ মিমি জ্যাকইস
  • কানেক্টিভিটি
ওয়াইফাই-ফাই ৮০২.১১ বি / জি / এন, হটস্পট ব্লুথুথ ৪.২ এ ২ জিপিএস সহ এ ২ ডিপিএসবাইক্রোইউএসবি ২.0Fm রেডিওওয়াস জিপিএসওয়াইস
  • Features
সেন্সর একসিলোমিটার, প্রক্সিমিটি ম্যাসেজিং এসএমএস (থ্রেডেড ভিউ), এমএমএস, ইমেল, পুশ ইমেল, আইএম ব্রাউজার এইচটিএমএল ৫ জাভা না।
  • Battery
ব্যাটারির ধরণ অপসারণযোগ্য লি-আয়ন ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি ২১৫০ এমএএইচ ব্যাটারি ব্যাটারি স্ট্যান্ড আপ ইউপি ৩৪০ এইচ (3G) ব্যাটারি টক টাইমআপ থেকে ৯ এইচ (৩ জিবি ) মিউজিক আপ থেকে ৫৩ ঘন্টা।


৪★Honor 7S


  1.  হনোর 7s   চতুর্থ জেনারেশন এর মধ্যে সেরা একটি মোবাইল ফোন  কম বাজেটের মধ্যে বাজারে ব্যাপক সাড়া পেয়েছে   ।  সীমিত বাজেটের মধ্যে ফোনটির   RAM প্রসেসর দুইটা মানসম্মতভাবে বানানো হয়েছে । ফোনটি সম্পর্কে বিস্তারিত না জানলে আশঙ্কা থেকে যায় তো বিস্তারিত জেনে নেওয়া যাক  ... .
  • ২ জিবি (2GB) রেম এই মোবাইলকে দ্রুত কাজ করতে সাহায্য করে।
  • ৫.৪৫ ইঞ্চি TFT ডিসপ্লে ক্লিয়ার এবং স্পষ্ট VISUAL এর জন্য।
  • ১৩ MP ব্যাক এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা।
  • ৩০২০ MaH ব্যাটারী অধিক সময় চার্জ ছাড়া মোবাইল ব্যবহারের জন্য।
  • Android ভার্সন “Android oreo ৮.১.০” দেয়া হয়েছে।
  • Mediatek quad core প্রসেসর এর কর্ম ক্ষমতা অধিক বাড়িয়ে দেয়।
  • ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে অনেক apps ইনস্টল করতে পারবেন।
  • Dual 4G sim ব্যবহার করতে পারবেন।
  • Full view ডিসপ্লে দেয়া হয়েছে।
  • FHonor 7S মোবাইলের দাম প্রায় – ৫৯৯৯ টাকা


৫★ Nokia c1

 চতুর্থ জেনারেশন এর মধ্যে নোকিয়া C1 ফোনটি
 ভালো বাংলা সম্মত সর্বোপরি আমরা নেট সার্চ করে কম বাজেটের মধ্যে ভালো মানের ফোন বাসায় করার চেষ্টা করেছি সুতরাং কম বাজেটের মধ্যে এই ফোনটি অত্যন্ত ভালো। এই ফোনটি সম্পর্কে জেনে নেওয়া যাক....


  • নকিয়া c1 বাংলাদেশ প্রাইস ৫০০০ টাকা
  • মাত্রা ১৪৭.৬ x ৭১.৪x ৮.৭ মিমি (৫.৮১ x ২.৮১ x ০.৩৪ ইন) ওজন ১৫৫ গ্রাম (৫.৪৭ ওজন) সিমডুয়াল সিম (ন্যানো-সিম, দ্বৈত।
  • টাইপ টিপস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16 এম রঙিন আকার ৫.৪৫ইঞ্চি, ৭৬.৭ সেমি 2 ৭২.৭% স্ক্রিন-টু-বডি রেশিও) রেজোলিউশন ৪৮০ x ৯৬০ পিক্সেল, ১৮: ৯ অনুপাত (১৯৭ পিপিআই)

  • নোকিয়া সি ১ বডি কনস্ট্রাকশনস

স্মার্টফোন কেনার সময়, বডি ডাইমেনশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ভারী বা বড় যথেষ্ট? আপনি ন্যানো সিম পছন্দ করেন? 
ভালো মানের এবং মানসম্মত মোবাইল   ফোন।

   
 আমি সাজেস্ট করি যদি   আর্থিক অবস্থা  দুর্বল থাকে তাহলে  Honor 7S কিনুন।

COMMENTS

Name

Airtel Offer,4,App Review,1,Bangla Story,8,Banglalink Offer,2,Blogger,7,Computer,17,Earning Tips,2,Education,36,Entertainment,4,Entire Bangladesh,3,Feature,15,Freelancing,4,Grameenphone Offer,7,Health Tips,11,Internet Tips,8,Islamic,32,Job Circular,2,Journalism,38,Land Infarmation,4,LifeStyle,22,Love Story,4,Mobile Phone,13,Mobile phone Price,7,Movie Review,2,Pc Motherboard Price,3,Pc Tips and trick,5,Pictures,5,Poems,13,Price,6,Robi Offer,3,Science & Technology,11,Sim Offer,10,Softwer Downlode,4,Teletalk Offer,1,Tips and trick,6,Traveling,1,Videos,1,Web Design and Development,18,Wordpress,8,Wordpress Theme,2,
ltr
item
ইচ্ছাব্লগ.কম: কম বাজেটের মধ্যে সেরা পাঁচটি মোবাইল সেট।
কম বাজেটের মধ্যে সেরা পাঁচটি মোবাইল সেট।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIeEMUfJGX8oGyu1djR2xtcdZ2O878hlFLPNtAH5cv1QgD7c28ZDwVC2aMq2L7FaoaYpo-3P1A62K2biJC1zQUI3OxYwVBhXRPqq24L3QbJbu0q7kxr1DESoqqo6BEoGBJ77KGs3FCbyJT/s640/PicsArt_08-08-09.27.19.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIeEMUfJGX8oGyu1djR2xtcdZ2O878hlFLPNtAH5cv1QgD7c28ZDwVC2aMq2L7FaoaYpo-3P1A62K2biJC1zQUI3OxYwVBhXRPqq24L3QbJbu0q7kxr1DESoqqo6BEoGBJ77KGs3FCbyJT/s72-c/PicsArt_08-08-09.27.19.jpg
ইচ্ছাব্লগ.কম
https://www.icchablog.com/2020/08/blog-post_8.html
https://www.icchablog.com/
https://www.icchablog.com/
https://www.icchablog.com/2020/08/blog-post_8.html
true
7858640433134637496
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content